তুষভান্ডার স্কুল মাঠ

এপ্রিল 10, 2008

তদ্‌কালীন বিদ্যোতসাহী জমিদার রমনী মোহনের আমলে স্থাপিত এ অঞ্চলের প্রথম হাইস্কুল এর জন্য জমিদার প্রদত্ত এই মাঠটি তার বিদ্যানুরাগের একটি প্রকৃষ্ট উদাহরন। ১৮৫০-৬০সাল থেকে অদ্যাবধি এ মাঠটি এ অঞ্চলের ক্রীড়া ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


জমিদার আমলের পুকুর-এক

এপ্রিল 10, 2008

ঘাট বাধানো পুকুরএই পুকুরটি খনন করা হয় জমিদার আমলে উনিশ শতকের শেষ দিকে। বর্তমান উপজেলা প্রশাসন ভবনের সম্মুখে অবস্থিত এ পুকুরটি প্রশাসন ভবনের সৌন্দর্য যেমন বাড়িয়েছে, তেমনি সেতু বন্ধন রচনা করেছে অতীত আর বর্তমানের।


ট্রেনে কাটা পড়ে মৃত্যু

এপ্রিল 10, 2008

১৮মার্চ বিকেলে কাকিনা স্টেশনে রিলিফ ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করে বানীনগর গ্রামের জহির আলী নামের এক ব্যাক্তি। জানা গেছে চলন্ত ট্রেন থেকে নামার সময় মানসিক ভারসাম্যহীন জহির আলী মৃত্যুবরন করেন।

—————————–সুত্র: লালমনিরহাট বার্তা। ৩১মার্চ। সোমবার।


ডাক্তারের অবহেলায় হাসপাতালে মৃত্যু

এপ্রিল 10, 2008

গত ৯মার্চ কাশীরাম গ্রামের বিউটি (২৮) কালীগঞ্জ হাসপাতালে মারা যান। প্রসূতি বিউটি ৮মার্চ সন্তান প্রসব করে অসুস্থ হলে পরদিন হাসপাতালে ভর্তি হন সকাল ১১টার দিকে। এসময় দীর্ঘ দেড় ঘন্টায় আবাসিক ডাক্তারকে ডেকে না পাওয়ায় দুপুর সাড়ে বারোটায় বিউটি মৃত্যুবরণ করে।

——————————–সুত্র: লালমনিরহাট বার্তা